Thursday, February 6, 2020

তোমার আমার অসমাপ্ত প্রেম

তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ২০১৪ সালে শেষের দিকে প্রথম দেখায় তোমার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম বলতে গেলে তোমার প্রেমে পরে গিয়েছলাম । তুমি থাকতে আমার পাশের রুমে তাই তোমার সাথে খুব বেশি দেখা বা কথা হতো না । কিন্তু মাঝে মাঝে বিকেল বেলায় কথা হলেও খুব বেশি কিছু বলা হয়নি  । এস,এস,সি পরীক্ষার পরে আমি তোমাকে রেখে চলে গিয়েছিলাম মেস জিবনে । তখন তোমার সাথে আমার প্রতিদিন দেখা না হলেও প্রতি সপ্তাহে দেখা হতো অনেক কথা হতো ।তোমার সাথে আমার প্রেমের শুরুটা হয়েছিল ২০১৭ সালের শেষের দিকে । এইচ,এস,সি এর টেস্ট পরীক্ষার পরে আমি তোমাকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম রংপুরে । বলতে গেলে সেদিন এর পর থেকে তুমি আমার সাথেই থাকতে । আমি কখনও তোমাকে আমার চোখের আড়াল করিনি । মাঝে মধ্যেই তুমি আর আমি সারারাত গল্প করতাম,মুভি দেখতাম পড়াশুনাও করতাম  । গল্প শেষে তোমায় ঘুম পারিয়ে তারপর আমি ঘুমাতাম । তোমার সেসব কথা মনে পড়ে কিনা জানিনা তবে আমার আজও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ে । কলেজ জীবন শেষ করে ভার্সিটি জিবনের ভর্তি পরীক্ষার আবেদন করার সময়  তুমি আমি একসাথে বসেই আবেদন করেছিলাম । ভার্সিটিতে প্রতিদিনের ব্যস্ত জীবন শেষে তোমার কাছেই ফিরে আসতাম যেনো প্রতিটা রাতের কিছু সময় তোমার জন্য বরাদ্ধ করা থাকতো ।  তোমার সাথে আমার সম্পর্কটা প্রায় ৬বছরের । তুমি আমাকে এভাবে একা রেখে চলে যাবে আমি বুঝতে পারিনি । আজও আমি তোমাকে আমার স্বপ্নে দেখতে পাই, আজও রাতে ঘুম ভেঙে গেলে বিছানার পাশে তোমায় খুজতে থাকি ।  হয়ত তোমার প্রতি আমার ভালোবাসার পরিমাণটা কম ছিল । তোমার সাথে আমার শেষ দেখা হওয়ার তারিখটা (০১-০২-২০২০) হয়তো সারা জীবন আমাকে তোমার কথা মনে করিয়ে দিবে । জানি তোমার সাথে জিবনে আর কখনও দেখা হবে না, তবুও তোমার অপেক্ষায় থাকবো ।


তোমার পরিচয় তো বলা হলো না
তুমি ছিলে আমার প্রথম ভালোলাগা ও ভালোবাসার ল্যাপটপ
ল্যাপটপ হারিয়ে ফেলার আবেগ 


No comments:

Post a Comment