স্বপ্ন যাদের ইঞ্জিনিয়ারিং লেখাটি তাদের জন্যঃ
আমাদের মধ্যে অনেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি ছোট বেলা থেকেই আবার অনেকে আছে যারা কম্পিউটার এর টানেও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি । স্বপ্ন দেখলেও অনেকের পক্ষে সেটাকে বাস্তবে পরিণত সম্ভব হয়না, কারণ বাংলাদেশে পাবলিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এর সংখ্যা অনেক কম এছাড়াও অন্যান্য পাবলিক ভার্সিটি গুলোতে ইঞ্জিনিয়ারিং এর আসন সংখ্যা সীমিত । দেশে অনেক প্রাইভেট ভার্সিটি থাকলে সেখানে পড়তে ব্যয় করতে হয় অনেক অর্থ । যা মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব হয়না আবার অনেকের এস এস সি কিংবা এইচ এস সি তে রেজাল্ট খারাপ করার কারণে অনেকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে । আজকের এই লেখাটি তাদের জন্য যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং কিন্তু রেজাল্ট খারাপ অথবা পাবলিকে পড়ার ইচ্ছা তাদের জন্য ।
বর্তমান আমাদের দেশে পাবলিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এর পাশাপাশি ৪টি পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচলিত আছে । যেগুলো থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয় । একাডেমিক কার্যক্রম ইউনিভার্সিটি এর মতো হলেও প্রকৃত পক্ষে এগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ । বাংলাদেশের পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো হলোঃ
১।ময়মনসিংহ ইঞ্জিনিয়রিং কলেজ -আসন সংখ্যাঃ ইইই (৬০) + সিভিল (৬০) + সিএসই (৬০)=১৮০
২।ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ -আসন সংখ্যাঃ ইইই (৬০) + সিভিল (৬০) + সিএসই (৬০)=১৮০
৩।বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ-আসন সংখ্যাঃ ইইই (৬০) + সিভিল (৬০)=১২০
৪।সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ-
যার মধ্যে প্রথম ৩টি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এর সাথে যুক্ত রয়েছে এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এর সাথে যুক্ত হওয়ায় উক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে ভর্তি পরীক্ষা, একাডেমিক পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয় । এছাড়াও সার্টিফিকেট প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় । তাই যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে আবেদন করতে পার ।
আবেদন করার যোগ্যতাঃ
এসএসসি (বিজ্ঞান)(মিনিমাম GPA ৩.0) বা সমমানের এবং এইচ.এস.সি (বিজ্ঞান)(মিনিমাম GPA ৩.0) এবং মোট GPA 6.0 সমমান বা তার বেশি ।গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন পড়তে হবে ।
২০১৪ সালের আগে এসএসসি বা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ইউনিট ভর্তি আবেদন অনলাইন:
আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২২ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ইউনিট ভর্তি আবেদন অনলাইন:
আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২২ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করার পদ্ধতিঃ
১।ঢাবি ভর্তি ওয়েবসাইটে ( http://admission.eis.du.ac.bd/index.php?act=information/get_notices/tec ) ভর্তির সাধারন নির্দেশাবলি থাকবে।২।আবেদন / লগইন বাটন ক্লিক করুন ।৩।আপনার এইচএসসি রোল, পাসিং ইয়ার, পরীক্ষা বোর্ড এবং এসএসসি রোল দিন এবং পরবর্তী ক্লিক করুন।৪।আপনি যদি DU অনার্সের জন্য কোনও ইউনিটের ভর্তি আবেদনকারী হন তবে আপনি আপনার ফটো দেখতে পাবেন।৫।আপনি যদি নতুন আবেদনকারী হন, আপনার ফটো, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিনজমা দিন ক্লিক করুন ।৬।এর পরে, যাচাইকরণের জন্য আপনাকে একটি এসএমএস পাঠাবে।৭।16321 তে যেকোন অপারেটরের (টেলিটক ব্যতীত) এসএমএস পাঠান।৮।ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনি একটি নিশ্চিতকরণ কোড পাবেন।৯।7 নম্বরের কোড দিন এবং পরবর্তী প্রক্রিয়াটি জমা দিন এবং অনুসরণ করুন।উল্লেখিত Equivalence ID এইচ এস সি ও এস এস সি এর রোল এর স্থানে ব্যাবহার করে যথা নিয়মে টাকা জমা দেয়ার রশীদ গ্রহণ করতে হবে ।
ভর্তি পরীক্ষাঃ
১ । ভর্তি পরীক্ষা ১২০ মার্ক এর, প্রশ্ন ১২০টি, প্রতিটি প্রশ্নে ১ নাম্বার, MCQ পরীক্ষা হবে,কোন লিখিত পরীক্ষা হবে না । সময় ১ ঘন্টা ৩০ মিনিট।২ । মোট ১২০ টি প্রশ্ন হবে ১২০ নম্বরের ।৩ । ইংরেজী ১৫, গণিত ৩৫, রসায়ন৩৫, পদার্থ ৩৫৪ । পাশ নম্বর ৪৮ ও কোনো নেগেটিভ মার্কিং নেই।৫। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ।
ফলাফলঃ
১ । মোট ২০০ নম্বরের ভিত্তিতে অর্জিত মেধাস্কোর অনুসারে মেধা তালিকা করা হবে যেখানে SSC পরীক্ষার প্রাপ্ত জি পি এ (৪র্থ বিষয় সহ) এর ৬ গুণ ও HSC এর ৮ গুণ ।২ । ৪৮ এর কম পেলে মেধাস্কোর করা হবে না ।৩ । ফলাফল ঢাবি ওয়েবসাইটে প্রকাশিত হবে।
For more info join this group link https://www.facebook.com/groups/DUTechEngrColleges.EngineersDiary.com.BD/
visit for more [https://engineersdiarybd.com/fec/] (https://engineersdiarybd.com/fec/)
Md. Abid Hasan Rony
Department of CSE
Faridpur Engineering College.(FEC)

No comments:
Post a Comment