Engineers Life Story 1
অনেক ছোট থাকতে,যখন বুঝতাম ই না তখনই সবাই বলতে লাগল 'জিদান' ইঞ্জিনিয়ার হবে,অথচ ইঞ্জিনিয়ার মানেটা কি তাই বুঝতাম না। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে,আমার নাতি ইঞ্জিনিয়ার হবে, আমার ভাই ইঞ্জিনিয়ার হবে শুনতে শুনতে অনেক সময় বিরক্তি লাগা শুরু করল।ক্লাস ৫ এ খারাপ রেজাল্ট, ৮এ খারাপ রেজাল্ট করার পর এসএসসি তে একটু ভালো হয়েও এইচএসসি তে জিপিএ ৪ .. ছেলে পুরা নষ্ট হয়ে গেছে। গেলাম ভর্তি পরীক্ষা দিতে জিপিএ ৪পয়েন্ট নিয়া। এত জায়গায় পরীক্ষা দিয়েও কোনও লাভ নাই।পজিশন আসলেও চান্স পাওয়ার মত কোনো জায়গায় পজিশন আসেনি।যে আম্মু প্রত্যেকটা ভার্সিটিতে প্রত্যেক ইউনিট এ ফর্ম তুলতে বলত সেও একসময় আশা হারিয়ে ফেলল।সবাই ধরেই নিল চান্স হবেইনা।শেষে মাত্র দুইটা জায়গায় পরীক্ষা বাকি ঢাবির প্রযুক্তি ইউনিট আর বুটেক্সের অধীনে টেক্সটাইল কলেজে ভর্তি পরীক্ষা।আল্লাহর রহমতে শেষমেষ দুই জায়গায় ই চান্স হল।জিপিএ ৪ নিয়ে কোনো জায়গায় চান্স না পাওয়া ছেলেটিও ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হল। সবার আশা পূরণ হল।
অথচ একবার কেও জানতেও চাইল না আমার কিসে ভালো লাগে, ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি আর কোনও চাওয়া আছে কিনা।ছোটবেলা থেকেই গীটারের প্রতি খুব টান ছিল আমার,ইচ্ছা ছিল বড় একটা শিল্পী হব।অথচ একটা গিটারই পেলাম না এখনও🙂।শখের বশে দুই একটা ছবি তুলি মাঝে মাঝে,তাতেও কিছু মানুষের সমস্যা,ছেলে পড়ালেখা করে না,জীবনে এত কিছু একসাথে হবে না হেন তেন।সবার চাওয়া পূরণ করতে পারলেও আমার চাওয়ার দিকে কেও তাকিয়েও দেখবেনা🙂।
দায়িত্ব নেওয়া শেখার জন্য হলাম সি আর। নিজে যতটা পারি সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে সাহায্য করার জন্য,যতটা ডেডিকেটেড থাকা যায় ততটাই চেষ্টা করি,তবুও কিছু মানুষের মন জয় করতে পারিনা।
এতদিনের জীবনে এইটুকু বুঝা হয়ে গেছে,আপনি যত চেষ্টাই করুন না কেন,সবার মন জয় করে চলতে পারবেন না।ভালো থাকুক সবাই
Zinadine Zidane Neloy
Department of CE
Faridpur Engineering College
💙💙
ReplyDelete