Friday, May 24, 2019

Admission Test 2

ইন্টার পরীক্ষা দিয়েই আবেগে পোলাপান উদ্ভাস কোচিং এ ভর্তি হয়েই বয়ান দেওয়া শুরু করে"আরে বুয়েট ছাড়া লাইফ ইম্পসিবল। বুয়েট ছাড়া বাংলাদেশে আর কোনো ভার্সিটি আছে???বুয়েট এ চান্স না পেলে আর পড়াশোনাই করবো না।
অত:পর প্রথম ডোজ হিসেবে  রেজাল্ট দেওয়ার পরে রেজাল্টে বাঁশ খাইয়া বাণী পাল্টাইয়া আবার বলা শুরু করে - বুয়েট আসলে কিছু না। ঢাবি ই সব,ঢাবি তেই পড়বো।ঢাবি ছাড়া অন্য কোনো ভার্সিটি তে মানুষ পড়ে?? সব তো গাধারা পড়ে ঢাবি বাদে অন্য ভার্সিটি গুলোতে।

ঢাবি তে এক্সাম দিয়ে রেজাল্ট শীটে যখন হারিকেন দিয়ে খুজেও পাস মার্ক দেখতে পারে না,তখন আবার দ্রুত পল্টি নিয়ে নতুন ডায়ালগ দেয়,ঢাবি ই কি সব না কি???ঢাবি বাদেও দেশের আরো ৩৯ টা পাবলিক ইউনিভার্সিটি আছে। ঢাবিও যা, অন্য গুলোও তা,পাবলিক ইজ পাবলিক।

যখন অন্য ভার্সিটি গুলোতেও নিজের নাম মেরিট লিস্টে হাজারবার চেক করে পায় না তখন ঠিক ই বুঝে যায় লাইফ টা আসলে এত্ত সহজ না। লাইফের প্রতিটা মুহূর্তে রয়েছে নাটকীয়তা। যে তুমি আগে বুয়েট, ঢাবি ছাড়া অন্য কোনো ভার্সিটি কে গোনার মধ্যেই ধরো নাই,,অন্য ভার্সিটিরর নাম শুনলে নাক সিটকিয়েছো, ঢাকার বাইরে বলে হাজারো ট্রল করেছো অথচ সেই ভার্সিটি তেই তোমার চান্স হইলো না।
এইরকম হাজারো ছেলে মেয়ের জীবনে হয়। যারা অন্য প্রতিষ্ঠান কে অবজ্ঞা করে,অসম্মান করে তারা একসময় ঠিকই বুঝতে পারে ঢাকার বাইরে,অজপাঁড়া গায়েরও একটা পাবলিক ভার্সিটি পড়তে না পারার আক্ষেপ টা কত বেশী।
Shariful Islam Nirob
BSMRSTU

No comments:

Post a Comment