ফরিদপুর ইঞ্জিনিয়ারিং
কলেজ নিয়ে যত কথা
১। কলেজ নাকি ভার্সিটি ?
উত্তরঃ ফারিদপুর
ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা ইউনিভার্সিটি এর প্রযুক্তি ইউনিট এর অন্তর্ভুক্ত । যেহেতু ঢাকা
ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত তাই বলতে গেলে এটি ঢাকা ইউনিভার্সিটির একটি ইন্সটিটিউট
। এটি একটি কলেজ কিন্তু কার্যক্রম ইউনিভার্সিটি এর মতো ।
২। কী কী বিষয় আছে এই কলেজে ?
উত্তরঃ সিএসই
, ইইই , সিভিল । (প্রতিটি বিষয়ে আসন ৬০ টি করে )
৩। এইটা পাবলিক নাকি প্রাইভেট ?
উত্তরঃ এইটা
সম্পূর্ণ পাবলিক কলেজ । বাংলাদেশে এমন পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ ৪টা আছে ।
ময়মন্সিং ইঞ্জিনিয়ারিং কলেজ , ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ , বরিশাল ইঞ্জিনিয়ারিং
কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ।
৪। এই কলেজে কিভাবে ভর্তি হতে হয় ?
উত্তরঃ ঢাকা
ইউনিভার্সিটি এর প্রযুক্তি ইউনিটে আবেদন করে ভর্তি পরিক্ষার মাধ্যমে এই কলেজে
ভর্তি নেয়া হয় । ভর্তি পরিক্ষার প্রশ্নপত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে করা হয় এবং
ফলাফল ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয় । এছাড়াও সকল পরীক্ষার
প্রশ্নপত্র ঢাকা ইউনিভার্সিটি করে থাকে ।
৫। হল সুবিধা আছে ?
উত্তরঃ ফরিদপুর
ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেদের ২টা এবং মেয়েদের জন্য একটি হল আছে ।
৬। বিএসসি ইন অনার্স নাকি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ?
উত্তরঃ ফরিদপুর
ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করানো হয় ।
৭। সার্টিফিকেট এর মান কেমন ?
উত্তরঃ ইঞ্জিনিয়ারিং
এ যদিও রেসাল্ট দিয়ে কাউকে বিচার করা হয় না । কাজের দক্ষতারর উপর জব নিরভর করে ।
তবুও অনেকের প্রশ্ন সার্টিফিকেট এর মান কেমন । সহজ ভাবে বলি এই কলেজের সার্টিফিকেট
দিবে ঢাকা ইউনিভার্সিটি । সার্টিফিকেটে শুধু হল এর যায়গায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং
কলেজ লেখা থাকবে ।
