Monday, April 29, 2019

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কিছু প্রশ্ন-উত্তর


ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে যত কথা

১। কলেজ নাকি ভার্সিটি ?
      উত্তরঃ ফারিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা ইউনিভার্সিটি এর প্রযুক্তি ইউনিট এর অন্তর্ভুক্ত । যেহেতু ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত তাই বলতে গেলে এটি ঢাকা ইউনিভার্সিটির একটি ইন্সটিটিউট । এটি একটি কলেজ কিন্তু কার্যক্রম ইউনিভার্সিটি এর মতো ।

২। কী কী বিষয় আছে এই কলেজে ?
      উত্তরঃ সিএসই , ইইই , সিভিল । (প্রতিটি বিষয়ে আসন ৬০ টি করে )

৩। এইটা পাবলিক নাকি প্রাইভেট ?
      উত্তরঃ এইটা সম্পূর্ণ পাবলিক কলেজ । বাংলাদেশে এমন পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ ৪টা আছে । ময়মন্সিং ইঞ্জিনিয়ারিং কলেজ , ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ , বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ।

৪। এই কলেজে কিভাবে ভর্তি হতে হয় ?
      উত্তরঃ ঢাকা ইউনিভার্সিটি এর প্রযুক্তি ইউনিটে আবেদন করে ভর্তি পরিক্ষার মাধ্যমে এই কলেজে ভর্তি নেয়া হয় । ভর্তি পরিক্ষার প্রশ্নপত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে করা হয় এবং ফলাফল ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয় । এছাড়াও সকল পরীক্ষার প্রশ্নপত্র ঢাকা ইউনিভার্সিটি করে থাকে ।

৫। হল সুবিধা আছে ?
      উত্তরঃ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেদের ২টা এবং মেয়েদের জন্য একটি হল আছে ।

৬। বিএসসি ইন অনার্স নাকি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ?
      উত্তরঃ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করানো হয় ।

৭। সার্টিফিকেট এর মান কেমন ?
      উত্তরঃ ইঞ্জিনিয়ারিং এ যদিও রেসাল্ট দিয়ে কাউকে বিচার করা হয় না । কাজের দক্ষতারর উপর জব নিরভর করে । তবুও অনেকের প্রশ্ন সার্টিফিকেট এর মান কেমন । সহজ ভাবে বলি এই কলেজের সার্টিফিকেট দিবে ঢাকা ইউনিভার্সিটি । সার্টিফিকেটে শুধু হল এর যায়গায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ লেখা থাকবে ।

Sunday, April 14, 2019

My Admission History


      আমার ভার্সিটি ভর্তি পরিক্ষার গল্পটা হয়তো সবার মত নয় । SSC পরিক্ষা দিয়েছিলাম ২০১৬ সালে গ্রামের একটি মাদ্রাসা থেকে আশা ছিল এ+ পাবো কিন্তু যেদিন রেজাল্ট দিল, আমার এক বন্ধু সোহেল আমাকে ফোন দিয়ে বললো তুই ৪.৩৯ পেয়েছিস ওর কথা কেনো জানি না আমার বিশ্বাস হচ্ছিলনা, অনেক কষ্ট করে নিজের ফোনে রেজাল্টটা দেখলাম দেখার পর বুঝতে পারলাম সোহেল মিথ্যা বলেনি । সেদিন অনেক কেঁদেছিলাম সবাই আম্মুর ফোন কল দিচ্ছিল রেজাল্ট জানতে আমার খুব খারাপ লাগছিল আরো বেশি কষ্ট পেয়েছিলাম যখন চাচাত ভাই ফোন দিয়ে বলল কিরে তোর রেজাল্ট এর কি খবর আমিতো এ+ পাইচি একটুর জন্য গোল্ডেন মিস গেছে ।
        তারপর কলেজে ভর্তি শুরু হলো ছোট বেলা থেকে ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটু আলাদা টান কাজ করতো যদিও আমি কখনই ভাল ছাত্র ছিলাম নাহ । আমাদের সময় কলেজে ভর্তি নিতো GPA  মার্ক এর উপর অনলাইনে কলেজ চয়েজ দেয়ার মাধ্যমে । যেহেতু সায়েন্স নিয়ে পড়বো তাই ১০টা কলেজের নাম সিলেক্ট করে ফর্ম সাবমিট করলাম । যেদিন কলেজ এর সিলেকশন দিল আমি সব কলেজেই ওয়েটিং এ ছিলাম । আমার বন্ধুরা অনেক ভাল ভাল কলেজে ভর্তি হয়ে গেল কিছুদিন পর আবার ওয়েটিং এর রেজাল্ট দিলে আমিও একটি কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেলাম ।
         এরপর এইছএসসি পরীক্ষা দিয়ে কোচিং করার জন্য ঢাকায় ভর্তি হলাম । এস এস সি রেজাল্ট খারাপ এর পরেও ক ইউনিট এর কোচিং এ ভর্তি হয়েছি শুনে অনেকে হাসাহাসি ও করেছিল বুয়েটে চাঞ্জ পাবি এইসব বলেও অনেকে মজা করতো কারণ তারা ভালো করেই জানত বুয়েটে পরীক্ষা দেয়ার যোগ্যতা আমার নেই । ১-২ মাস পরেই এইচ এস সি এর রেজাল্ট দিলো আমি বরাবরের মতো অনেক রেজাল্ট করেছি সেদিন আমার ফোন ১০২ তা ফোন এসেছিল একটাও রিসিভ করার সাহস হয়নি কারণ আমি ৩.৯২ পেয়েছি । স্যাররা যেন আমার রেজাল্ট দেখে বিশ্বাস ই করতে পারছিল নাহ । পরে যেদিন কলেজ এর স্যারদের সাথে কথা বললাম স্যাররা বলেছিল রেজাল্ট যাই হোক দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে । শুনে অনেক ভালো লেগেছিল কথাটা । তবে কোচিং এ যখন ভাইয়া রা সবার রেজাল্ট জানতে চাইত আমি খুবই অপমান বোধ করতাম । অনেকেই রেজাল্ট এর পর বলতে লাগলো এখনও ঘ ইউনিট এর কোচিং কর । কিন্তু আমি হাল ছারিনি ।
          তারপর শুরু হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন । সবাই যখন বুয়েট মেডিকেল রুয়েট চুয়েটে আবেদন করতে বেস্ত তখন আমি আবেদন করতে লাগলাম যে সকল ইউনিভার্সিটিতে রেজাল্ট এর উপর কম মার্ক রয়েছে সেই সকল ইউনিভার্সিটিতে । ঢাকা ইউনিভার্সিটি তে আবেদন এর সময় DU technology Unit এ আবেদন করে রেখেছিলাম । কারণ আমার বাসা থেকে বলে দিয়েছিল পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হতে না পারলে প্রাইভেটে পরাবে নাহ । এক এক করে অনেক ইউনিভার্সিটিতে এক্সাম দিলাম ।
রেজাল্ট আসলোঃ
         DU A unit - Fail 
         JnU - position (5000+)
                    BSMRSTU A unit - position (1200+) 
                    BSMRSTU B unit - position (1400+)
                    BRUR D unit - position (275) subject : phy che math
                    SUST - you are not in list
                    Dhaka 7college - position (2752) college: dhaka college
                    PUST - position (2317 with math)
                    JUST - position (739 maybe)
                    Dhaka University Technology Unit : position (383) subject : CSE


         ২০১৯ এইছ.এস.সি পরিক্ষারথিদের উদ্দেশ্যেঃ আমি যদি SSC - 4.39 and HSC - 3.92 GPA নিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে পরতে পারি তাহলে তোমরাও অবশ্যই পারবে । যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার কিন্তু GPA কম তারা সকলে DU technology Unit এ আবেদন করে রেখো ।

          আমি বিশ্বাস করি জীবনে সব থেকে বড় প্রতিশোধ হচ্ছে সফলতা ।


MD  ABID HASAN RONI
DEPT. OF CSE
session : 2018-2019
FARIDPUR ENGINEERING COLLEGE
FACULTY OF ENGINEERING TECHNOLOGY at UNIVERSITY OF DHAKA (DU)